ইসলামপুরে জোরপূর্বক জমি দখল ও হামলার অভিযোগ


আলমাস হোসেন আওয়ালঃ

জামালপুরের ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত সোমবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে ওই এলাকার বিআরএস ৫৩৯ নং খতিয়ানভুক্ত ৪১৫ নং দাগে অবস্থিত ২৮ শতাংশ জমিতে।

অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার মৃত আঃ করিমের পুত্র মোঃ কারিমুল হাসান ও জসিমের সঙ্গে প্রতিবেশী মোঃ বছির উদ্দিন কাজী, মোঃ রবিন কাজী, মোঃ আনছার আলী আহালু, মোঃ আক্রামসহ অন্তত ১০-১২ জনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

অভিযোগে বাদী উল্লেখ করেন, ঘটনার দিন সকালে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র দা, লাঠি, কোরাল, খস্তা ইত্যাদি নিয়ে বেআইনি জনতাবদ্ধে তার দখলীয় জমিতে প্রবেশ করে বাঁশঝাড়, কাঁঠাল, আম, আতাফল, বনজ ও পেঁপে গাছসহ বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। পরে ট্রাক্টর দিয়ে মাটি ফেলে জমি দখলের চেষ্টা চালায়।

বাদীর স্ত্রী মোছাঃ হাসেদা বেগম প্রতিবাদ করলে বিবাদীরা তাকে ও তার স্বামীকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হলে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment