জামালপুর দর্পণঃ
তুমি কি বেকার? চাকরী করবা? আরে আমার উপরের লেভেলের সাথে যোগাযোগ আছে,, ফোন করার সাথে সাথেই চাকরী কনফার্ম। কিন্তু টাকা খরচ করতে হবে। চাকরী কিন্তু নিশ্চিত।। এমনই কিছু কথার মারপ্যাচে ও চাকরী প্রলোভনে প্রলোভিত হয়ে টাকা হারাচ্ছে অনেকেই।
হ্যাঁ আমি প্রতারকদের কথাই বলছি। এমনিভাবে প্রতারিত হয়েছেন জামালপুরের সদর উপজেলার শংকরপুর গ্রামের মারুফ।
ভুক্তভোগী মারুফ জানান, চাকরির এমন লোভনীয় অফার পেয়ে ২ লক্ষ ৮৭ হাজার টাকা তুলে দেই প্রতারক আলিফের হাতে। আর টাকা নিয়ে লাপাত্তা প্রতারক আলিফ। সে সরিষাবাড়ী উপজেলার নলদাই গ্রামের বাসিন্দা। তার পিতার নাম বিল্লাল।
স্থানীয় ও এলাকাবাসীর অভিযোগ, মানুষকে চাকরি দেয়ার কথা বলে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছে প্রতারক আলিফ।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, আলিফ মাদক ও কালো টাকা কারবারীর সাথে যুক্ত রয়েছে। বর্তমানে সে ঢাকার উত্তরা এলাকায় আত্মগোপনে রয়েছে।
ভুক্তভোগী ও এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রতারক আলিফকে গ্রেপ্তার করে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
0 $type={blogger}:
Post a Comment