দাদুভাই শিশুসাহিত্য পুরস্কার ২০২৬ পেলেন তুলতুল


জামালপুর দর্পণ ডেস্কঃ


৮ জানুয়ারি হয়ে গেলো কবি সংসদ বাংলাদেশ আয়োজিত  রফিকুল হক দাদু ভাইয়ের ৯০ তম জন্মদিনে দাদুভাই শিশু সাহিত্য উৎসব ও দাদুভাই শিশু সাহিত্য  পুরস্কার ২০২৬।


৮ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার, বিকাল ৩ টা থেকে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ, তোপখানা রোড ঢাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন  শিশুসাহিত্যিক আখতার হুসেন সহ আরও অন্যান্যরা অতিথিরা। তার হাত থেকেই সবাই এই পুরস্কার গ্রহণ করেন। তিনিও এই পুরস্কারে ভুষিত হন। 


বিখ্যাত  তরুণ লেখক ও   কথাসাহিত্যিক শাম্মী তুলতুল।  তিনি একাধারে একজন লেখক, কবি, উপন্যাসিক, গল্পকার, শিশুসাহিত্যিক।

নজরুল অনুরাগী,রেডিও অনুষ্ঠান পরিচালক, খবর পাঠিকা,ভয়েস প্রেজেন্টার ও দাবা খেলোয়াড়, বেগম রোকেয়া চরিত্রের মডেল। বাংলাদেশের  জনপ্রিয় জাতীয় পত্রিকায় লিখছেন ছোটবেলা থেকেই । কালের কন্ঠ, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক, খোলা কাগজ, প্রতিদিনের সংবাদ, এন টিভি অনলাইন, মানবকন্ঠ, আজাদী, পূর্বকোণ, পূর্বদেশ, শিশুনবারুণ সহ অন্যান্য পত্রিকায়। তাছাড়া  তিনি এপার বাংলা আর ওপার বাংলা দুই জায়গায় সমান তালে লেখনি দিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। তাকে দুই বাংলার জনপ্রিয়  লেখকও বলা হয়ে থাকে। লিখছেন  জার্মানি, সিংগাপুর, অস্ট্রেলিয়া, প্যারিসের  বাংলা পত্রিকাগুলোতেও। 

তার জন্ম একটি সাহিত্য, সাংস্কৃতিক, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, অভিজাত,  ডাক্তার ও  আইনজীবী  পরিবারে। 


তার প্রকাশিত বইয়ের সংখ্যা ভারত/বাংলাদেশ মিলিয়ে ১৬ টি। তিনি অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভুষিত হয়েছেন।  তুলতুল  এই পুরস্কার পাওয়ার পর অনুভুতি ব্যক্ত করে পত্রিকাকে জানান, একজন অতি সম্মানিত বিখ্যাত, গুণী সাহিত্যিক। দাদুভাই শিশুসাহিত্য  পুরস্কার অত্যন্ত  প্রেস্টিজিয়াস পুরস্কার। এই পুরস্কারে  সম্মানিত হতে পেরে আমি অনেক অনেক গর্বিত।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment