বিরামপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল



মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ 

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১০ জানুয়ারি ২০২৬ খ্রি.) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিরামপুর উপজেলার গেস্ট হাউস,ধানহাটি প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিশিষ্ট চিকিৎসক-রাজনীতিবিদ অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। উক্ত দোয়া মাহফিলে বিরামপুর উপজেলার সাংবাদিকবৃন্দ,বিএনপির নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও জনসাধারণ অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন,“দেশের গণতন্ত্র,সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া আজীবন আপসহীন নেতৃত্ব দিয়ে গেছেন। তাঁর অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আজ আমরা তাঁর রুহের মাগফিরাত কামনায় একত্রিত হয়েছি—আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”তিনি আরও বলেন,


“দেশের বর্তমান সংকটময় সময়ে বেগম খালেদা জিয়ার আদর্শ ও দেশপ্রেম আমাদের অনুপ্রেরণা। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে।”অন্যান্য বক্তাদের বক্তব্য


অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও সাংবাদিক প্রতিনিধিরা তাঁদের বক্তব্যে বলেন,বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর নেতৃত্বেই বিএনপি রাষ্ট্র পরিচালনায় সাফল্যের স্বাক্ষর রেখেছে। বক্তারা তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন,জনগণের অধিকার রক্ষায় তাঁর অবদান কখনো মুছে যাওয়ার নয়।


বক্তারা আরও বলেন, বিরামপুরের সাধারণ মানুষ সবসময় দেশনেত্রীর জন্য দোয়া করে এসেছে এবং ভবিষ্যতেও করবে। দোয়া ও মোনাজাত শেষে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি,সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সকল নেতাকর্মীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

দোয়া মাহফিলটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment