জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধ'র্ষ'ণ; তিন যুবক গ্রেপ্তার



জামালপুর দর্পণঃ 


জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চান্দেরহাওড়া গ্রামের ঝিনাই নদীর পাড়ে স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধ'র্ষ'ণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজেই ৬ জানুয়ারি জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতোমধ্যে এ ঘটনায় জড়িত থাকা তিনজনকে গ্রেপ্তার করেছে।


গ্রেপ্তারকৃতরা হলেন, চান্দেরহাওড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মোশ ফরহাদ মিয়া (৩০), একই গ্রামের আয়েজ আলীর ছেলে মোঃ আজম (২৪) এবং মৃত রেজাউল ইসলামের ছেলে রাহাত আলী রৌদ্র (২৪)। মামলায় বাকি আসামি হিসেবে নাম রয়েছে পশ্চিম আড়ংহাটি গ্রামের মোঃ সামছুদ্দিন ওরফে সম চৌধুরীর ছেলে মোঃ সুমন ওরফে পঁচা (২৪) এবং গগণপুর গ্রামের মৃত আইনউদ্দিন মাস্টারের ছেলে মোঃ পলাশের।


মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগীর স্বামী পেশায় দিনমজুর। গত বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত রাহাত আলী কাজের কথা বলে তাকে ডেকে নিয়ে যান। বিষয়টি টের পেয়ে তার স্ত্রী পিছু নিলে ঝিনাই নদীর তীরে গিয়ে দেখেন, স্বামীকে বেঁধে রাখা হয়েছে। এ সময় সেখানে উপস্থিত পাঁচজনের মধ্যে কয়েকজন তাকে জোরপূর্বক নিকটস্থ একটি ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে ধ'র্ষ'ণ করে।


এ ছাড়া ভুক্তভোগীর স্বামীকে আটক রেখে তাদের মোবাইল সিম খুলে টাকা দাবি করা হয় বলেও মামলায় উল্লেখ রয়েছে। ঘটনার বিষয়ে কাউকে কিছু জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।


স্থানীয়রা জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মাদকসেবনসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত ছিল। তাদের কারণে এলাকাবাসী আতঙ্কের মধ্যে দিন কাটাতো। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, অভিযোগের পরপরই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার ব্যাপারে বিস্তারিত তদন্ত চলছে এবং ফরেনসিক রিপোর্ট সংগ্রহ করা হবে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment