জামালপুরের মেলান্দহ -মাদারগঞ্জে গণ অধিকার পরিষদের মোটর সাইকেল শোভাযাত্রা



জুয়েল রানাঃ

ট্রাক মার্কায় ভোট চেয়ে মোটর সাইকেল শোভাযাত্রা করেছে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী লিটন মিয়া। 


বৃহস্পতিবার (০৪-১২-২০২৫)  বিকেলে মাদারগঞ্জ থেকে মেলান্দহের হাজরাবাড়ি পৌর এলাকায় পর্যন্ত মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়। এতে পাঁচ শতাধিক নেতা-কর্মী এই যাত্রায় অংশ নেয়। 


পরে একটি পথ সভার মধ্য দিয়ে শেষ করা হয়। এসময় জাতীয় সংসদে তরুণ নেতৃত্ব পৌছে দিতে আগামীতে ট্রাক মার্কায় ভোট চান তারা। 


পথসভায় লিটন মিয়া বলেন, গত ১৬ বছর মানুষ তার ভোটের অধিকার পায়নি। এবার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করতে পারবে। আর আমরা তরুণরা সংসদে গেলে মানুষের সকল অধিকার নিয়ে কথা বলার সুযোগ থাকবে। তাই ট্রাক মার্কায় মানুষের উন্নয়নের মার্কা৷ 


শেষে মেলান্দহ-মাদারগঞ্জের মানুষের জন্য নানা উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। 

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment