ইসলামপুরের সরকারি বালু অবৈধ ভাবে বিক্রি করছেন মেলান্দহের বিএনপি নেতা

 


ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ


ইসলামপুরে ড্রেজার মেশিন দ্বারা সরকারি খরচে উত্তোলিত বালু অবৈধ ভাবে বিক্রি করছেন মেলান্দহের বিএনপি নেতা ! বালু বিক্রির বৈধ অনুমতি আছে বলে দাবি করলেও কয়েক দিনেও কাগজ দেখাতে পারেননি সেই নেতা। চেষ্টা করেও মিলেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিক্রিয়া। 


বেশ কয়েক মাস যাবত তিনি কোনো রকম বৈধতা ছাড়াই নদী থেকে ড্রেজার মেশিনে উত্তোলিত বালু বিক্রি করে পকেট ভরছেন, বলে অভিযোগ রয়েছে।


জানা যায়, নদী খনন প্রকল্পে জেলার ইসলামপুর উপজেলাধীন গাইবান্ধা ইউনিয়নের চরদাদনা গ্রামে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার মেশিন দ্বারা উত্তোলনকৃত বালু অবৈধ ভাবে বিক্রি করে আসছেন, দুরমুঠ সরুলিয়া গ্রামের বাসিন্দা, মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য, মাসুদ চৌধুরী।


তিনি ড্রেজার মেশিনে উত্তোলিত বালু ছাড়াও দুইটি ব্যাকু বসিয়ে নদের তীর থেকে বালু উত্তোলন করে বিক্রি করছেন। আমবাড়িয়ার এ বালুঘাট থেকে প্রতিটি কমপক্ষে ২শ গাড়ি বালু বিক্রি হচ্ছে, বলে জানা গেছে। গাড়ির চালকরা জানান, প্রতি গাড়ি বালু তারা ৩শ টাকায় কিনছেন। সেই হিসেবে প্রতিদিন ৯ থেকে ১০ হাজার টাকার বালু বিক্রি করছেন নেতা।


এলাকাবাসী জানান, ব্রহ্মপুত্র নদের বুক থেকে ড্রেজার মেশিন দিয়ে তোলে রাখা বালু মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ এর মালিক, মাসুদ চৌধুরী টেণ্ডারের মাধ্যমে ক্রয় করে বিক্রি করছিলেন। কিন্তু, গত অর্থবছরে তার সময়সীমা শেষ হয়ে গেছে। এ বছর আর নতুন করে টেণ্ডার হয়নি। সময়সীমাও বৃদ্ধি করা হয়নি। তদুপরি, পূর্বের টেণ্ডারের নাম ভাঙ্গিয়ে ও রাজনৈতিক পাওয়ার ব্যাবহার করে সরকারি বালু উত্তোলন অবৈধ ভাবে বিক্রি করছেন তিনি।


এ ব্যাপারে মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী, বিএনপি নেতা মাসুদ চৌধুরীর মতামত জানতে চাইলে, তার বালু বিক্রির অনুমতি রয়েছে বলে দাবি করলেও কয়েক দিনেও তিনি দেখাতে পারেননি।


এব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, তৌহিদুর রহমান এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment