মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর উপজেলায় বিএসটিআই ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। আজ (২২ জানুয়ারি ২০২৫) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে দুইটি বেকারি ও কয়েকটি হোটেলে অনিয়মের দায়ে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ,যথাযথ লাইসেন্স না থাকা, খাবারের মান নিয়ন্ত্রণে অবহেলা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতির অভিযোগে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট আইনের আওতায় তাৎক্ষণিক ভাবে জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযানটি যৌথভাবে পরিচালনা করেন, বিএসটিআই কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ এবং বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করার আহ্বান জানান এবং ভবিষ্যতে অনিয়ম পেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন। স্থানীয় জনগণ ভ্রাম্যমান আদালতের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান হলে নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে।

0 $type={blogger}:
Post a Comment