ইসলামপুরে উপজেলা শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটি উদ্যােগে খাদ্য সামগ্রী বিতরণ

 

রোকনুজ্জামান সবুজঃ  

জামালপুরের ইসলামপুর উপজেলা আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির উদ্যোগে ৬শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।


শনিবার (১৫ নভেম্বর) বিকালে ইসলামপুর সরকারি জে.জে.কে.এম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আলহাজ্ব শওকত হাসান মিঞার নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম সম্পন্ন হয়।


প্রতিটি প্যাকেটে ছিল চাল,ডাল,আলু,লবণসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। স্থানীয় দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে এই সহায়তা বিতরণে তাদের মুখে আনন্দ ফুটে ওঠে।


অনুষ্ঠানের আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির ২ নং ওয়ার্ড শাখার সভাপতি রঞ্জু শাহ ফকির  সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন এ্যাসাট গ্রুপের এমডি জাহিদ হাসান জয়।


বিতারণ অনুষ্ঠানে,ভার্চুয়ালি বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটি সভাপতি। 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উন্নয়ন কমিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ জালাল সরকার, অর্থ মাহফুদুর রহমান হেলাল সরকার, মেহেদী হাসান রুবেল,ফয়সাল আহম্মেদ ও আব্দুল মালেক প্রমুখ।


বক্তারা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ৩১ দফা বাস্তবায়ন এবং দরিদ্রদের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। তারা বলেন, “কেউ যেন অনাহারে না থাকে—এজন্য আমাদের এই খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে। ভবিষ্যতে আরও বৃহত্তর আকারে এ কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে।” এছাড়াও বক্তারা স্থানীয় ও জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করার আহ্বান জানান।


অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম। বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment