জামালপুরে বিএনপির দলীয় প্রার্থী পরিবর্তনের দাবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন

 



জুয়েল রানাঃ


জামালপুরের ইসলামপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় সম্ভাব্য প্রার্থী পরিবর্তনের দাবীতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। 


আজ শনিবার দুপুরে উপজেলার বটতলা মোড়ে ইসলামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে এই কর্মসুচির আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সহ সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, ইসলামপুর উপজেলা বিএনপির সহ সভাপতি হেলাল উদ্দিন, আব্দুর রউফ দানু সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 


এ সময় বক্তারা বলেন, বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন পাওয়া সুলতান মাহমুদ বাবু দীর্ঘদিন উপজেলা বিএনপির সভাপতি থেকেও আওয়ামী লীগের আমলে দলের কোন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ছিলেন না। তিনি আওয়ামী লীগের সাথে আঁতাত করে বিভিন্ন সুযোগ সুবিধা নিতেন। তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার একটি মামলাও দায়ের করেনি। 



অথচ সাবেক মন্ত্রী পরিষদ সচিব বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এএসএম আব্দুল হালিম বিগত সরকারের সময় ১৪টি মামলায় আসামী হয়েছেন। তাই ত্যাগী, নির্যাতিত ও মামলার শিকার এএসএম আব্দুল হালিমকে জামালপুর-২ আসনে চুড়ান্তভাবে মনোনয়ন দেয়ার দাবী জানান বক্তারা। অন্যথায় লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন তারা। এ সময় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মী ও সমর্থকরা।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment