টাঙ্গাইলে প্রয়াত কর্মচারী নেতা মিনহাজ উদ্দিনের স্মরণ সভা অনুষ্ঠিত




জামালপুর দর্পণঃ


টাঙ্গাইলের রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয়ে ভূঞাপুর উপজেলার তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সভাপতি ও টাঙ্গাইল জেলা কমিটির সহ-সভাপতি মিনহাজ উদ্দিনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪-১১-২০২৫) রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। 

জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জেলা-উপজেলার নেতৃবৃন্দ। স্মরণ সভায় বক্তব্যকালে তৃতীয় শ্রেনি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক রাজন চন্দ্র দাস বলেন, মিনহাজ ভাই ছিলেন কর্মচারীদের জন্য নিবেদিন প্রাণ। তার মূত্যুতে আমরা সংগঠনের একজন দক্ষ সংগঠককে হারিয়েছি।


কেন্দ্রীয় নেতা রিমল তালুকদার বলেন, মিনহাজ ভাইকে চলে যাওয়ায় সংগঠনের অপূরণীয় যে ক্ষতি হলো তা পূরণ হবার না। কেন্দ্রীয় কর্মচারী নেতা শামীম আল মামুন বলেন, মিনহাজ ভাই তার কর্মের জন্য আমাদের মাঝে স্মৃতি হয়ে আজীবন থাকবেন। 


এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী জাতীয় ঐক্য পরিষদের মুখপাত্র মোঃ জাফর আলী বলেন, কর্মচারী মিনহাজ উদ্দিন একজন দক্ষ সংগঠক ছিলেন। তার নেত্বত্বে ভূঞাপুর উপজেলা কর্মচারীরা সুসংগঠিত ছিল। এছাড়াও এ নেতা জানান, কর্মচারী নেতা মিনহাজ উদ্দিন ছিল কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ে আপোষহীন।


স্মরণ সভা শেষে মিনহাজ উদ্দিনের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় । 

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment