ইসলামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

 


আলমাস হোসেন আওয়ালঃ 

"সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ" এই প্রতিপাদ্যে জামালপুরের ইসলামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।


দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


শোভাযাত্রা শেষে অগ্নিকান্ড বিষয়ক মহড়ায় দুর্যোগ মুহূর্তে কিভাবে প্রাণ রক্ষা করা যায় সে সম্পর্কে শিক্ষার্থীসহ জনগণকে ধারণা প্রদান করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 


প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর এ-শেফার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান, সহকারী কমিশনার ভূমি রেজোয়ান ইফতেকার, ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবু তাহের মোল্লাসহ দুর্যোগ কমিটির সদস্য প্রভাষক রুহুল আমীন, মন্নিয়া উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মনোয়ারাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment