শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ইসলামপুরে মানববন্ধন অনুষ্ঠিত

 


আলমাস হোসেন আওয়ালঃ


শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ২০% বাড়ি ভাড়া  ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন দ্রুত জারির দাবিতে জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত শান্তিপূর্ণ সমাবেশে শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ইসলামপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে উপজেলার এমপিওভুক্ত সকল স্তরের শিক্ষকরা।


মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রুহুল আমিন, চিনাডুলি এসএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহেদুল ইসলাম বিজয়, গুঠাইল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জহির রায়হান, সম্পাদক সেলিম মিয়া, শিক্ষক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মনোয়ারা বেগম, হাড়গিলা মহিলা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হালিম।


বক্তারা বলেন শিক্ষক সমাজ দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করছে, অথচ তাদের ন্যায্য দাবিগুলো আজও পূরণ হয়নি। বক্তারা পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি ও শিক্ষকবান্ধব প্রজ্ঞাপন দ্রুত জারির দাবি জানান।


এ সময় শিক্ষকরা হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়ে বলেন,প্রজ্ঞাপন না দিলে আন্দোলন আরও বেগবান হবে। মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও ছাত্র ছাত্রী  উপস্থিত ছিলেন।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment