ইসলামপুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন




জামালপুর দর্পণঃ 


জামালপুরের ইসলামপুরে চাঁদাবাজি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে ও অপপ্রচারকারী মনিরুজ্জামান আলমকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগীরা।



শনিবার (৩০ আগষ্ট) দুপুরে ইসলামপুর বাজারের বণিক সমিতির আয়োজনে ইসলামপুর বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, মনিরুজ্জামান আলম নামের এক প্রতারক উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান সাংবাদিক সুধীজন ও ব্যবসায়ীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে জিম্মি করে চাঁদা আদায় করছে। তাই তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।



মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,উপজেলা বিএনপির পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, ইসলামপুর প্রেসক্লাব সভাপতি মোরাদুজ্জামান মোরাদ, ফিরুজ খান লোহানী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আবির আহাম্মদ বিপুল মাষ্টার। 



এসময় বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী, সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকারসহ বাজারের সকল ব্যবসায়ী ও ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইসলামপুর থানা অফিসার ইনচার্জের নিকট স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment