স্টাফ রিপোর্টার:
জামালপুর জেলার ১৩ নং মেষ্টা ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য (মহিলা মেম্বার) আখিকে আটক করেছে জামালপুর সদর থানা পুলিশ।
গতকাল রাতে তাকে হাসিল বটতলা মোড় হতে আটক করে পুলিশ। আখির বাড়ি মেষ্টার হাসিল টনকি এলাকায়।
সে যুব মহিলা লীগের নেত্রী হিসেবে তার নিজ এলাকাতে পরিচিত। এই মহিলা মেম্বার আখির বিরুদ্ধে রয়েছে বিভিন্ন অনিয়মের অভিযোগ। সে বয়স্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতার প্রতিটি সুবিধা ভোগীদের কাছ থেকে নেওয়া হতো তিন থেকে চার হাজার করে টাকা।এছাড়া তিনি আওয়ামী লীগের নাম ভাঙ্গীয়ে এলাকায় দাপট দেখাতো। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন এই আঁখি বিভিন্ন জনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। তার বিভিন্ন অপকর্মের জন্য এলাকাবাসী ক্ষ্যাপতো রয়েছে। তার আটকের পর ইউনিয়ন বাসীর মনে শান্তির বাতাস বইছে।তার ট্যাপের শিকার হয়েছে অনেক সুধিজন।
ভারপ্রাপ্ত ইনচার্জ অফিসার ফয়সাল মোঃ আতিক বলেন সকল আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
0 $type={blogger}:
Post a Comment