দিনাজপুরের নবাবগঞ্জে নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন; প্রশাসন নীরব

 


মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ


নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে কাঁচদাহ ব্রীজের পশ্চিম পাশে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। এবিষয়ে  এলাকাবাসীর অভিযোগে জানা যায়, এতে নদীর স্বাভাবিক গতি প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি হুমকির মুখে পড়ছে সেতু ও আশপাশের জনপদের নিরাপত্তা। 



স্থানীয়রা জানান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং চারপাশের কৃষিজমি ও বসতবাড়ি ভাঙনের শঙ্কা তৈরি হয়েছে। ফলে প্রশাসনের নির্দেশনা অমান্য করে ড্রেজার দিয়ে বালু উত্তোলন অব্যাহত রেখেছে প্রভাবশালী মহল। 



এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কে মুঠোফোনে ৩দিনে ৩বারে বালু উত্তোলনের চিত্র প্রদান করা হয়। এরপরেও কোন ব্যবস্থা হয় নাই। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে অবহিত করা হলেও কার্যক্রম বন্ধ হয়নি। এমনকি জেলা প্রশাসককেও ফোনে জানানো হলে তিনি “দেখছি” বলে আশ্বাস দেন,কিন্তু এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়রা এবিষয়ে আরও অভিযোগ করেছেন,প্রশাসনকে একাধিকবার অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে পরিবেশ ও নদী ভাঙন মারাত্মক হুমকির মুখে পড়েছে। 



বিশেষজ্ঞদের মতে,এভাবে নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ এবং এটি নদী সংরক্ষণ আইনসহ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন। এবিষয়ে জেলা প্রশাসককে মুঠোফোনে জানানো হয় ও ভিডিও লোকেশন প্রদান করা হয়। এসম তিনি বলেন, “বিষয়টি দেখতেছি।” তবে ততক্ষণে বালু উত্তোলন বন্ধ হয়নি বলে অভিযোগ করেছে এলাকাবাসী।স্থানীয়দের আশঙ্কা,এভাবে নির্বিচারে বালু উত্তোলন চলতে থাকলে নদীর তীর ভাঙন, কৃষিজমি ক্ষতি ও যোগাযোগ ব্যবস্থার বড় ধরনের ক্ষতি হতে পারে। 



এ বিষয়ে স্থানীয় সচেতন মহল জরুরি ভিত্তিতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ সহ দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment