মোঃ আলমাছ হোসেন আওয়ালঃ
জামালপুরের ইসলামপুরে চাঁদাবাজ মনিরুজ্জামান ওরফে আলম চোরকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করছে ইসলামপুর বাজারের সকল ব্যবসায়ীরা।
সোমবার (২৬মে) বিকালে ইসলামপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ আহমেদ বিপুল (বিপুল মাষ্টার), বণিক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার, যুগ্ম সম্পাদক বাবলু মন্ডল প্রমুখ। এ সময় ইসলামপুর বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বক্তারা কুখ্যাত চাঁদাবাজ,চোর, হত্যা মামলার আসামি, বহু বিবাহের জনক, চরিত্রহীন লম্পট মনিরুজ্জামান বাংলাদেশীর সকল অপকর্মের কথা গণ মাধ্যমে প্রকাশ করার জন্য উপস্থিত সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
জানা যায়, মনিরুজ্জামান বাংলাদেশী নাম লাগিয়ে মোবাইল ফোনে প্রশাসন থেকে শুরু করে ব্যবসায়ী, রাজনীতিবিদ, চাকরিজীবিদের নামে মানহানিকর কুরুচিপূর্ণ কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মোটা অংকের চাঁদা দাবী করে।
সম্প্রতি সময়ে ইসলামপুর বাজারের তৃপ্তি কনফেকশনারির মালিক মনিরুজ্জামান মনুকে গোপনে ভয় দেখিয়ে চাঁদা দাবী করলে সে আত্মরক্ষার জন্য চাঁদা দিতে বাধ্য হয়। মনু চাদা দেওয়ায় ওই দূর্বলতার সুযোগে আবারও মোটা অংকের চাঁদা দাবি করে। মনু তা দিতে অস্বীকার করলে মনিরুজ্জামান বাংলাদেশী ফেইসবুক আইডিতে মানহানীকর স্ট্যাটাস দেয়।
এ ব্যাপারে তৃপ্তি কনফেকশনারি মালিক মনিরুজ্জামান মনু বাদী হয়ে ইসলামপুর থানায় মনিরুজ্জামান বাংলাদেশী ওরফে আলম চোরের নামে গত ২২/০৫/২০২৫ তারিখে একটি মামলা দায়ের করেন যার (মামলা নং ২২) । মামলার স্বাক্ষী ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল আউয়াল খান লোহানী ও বণিক সমিতির যুগ্ম সম্পাদক বাবলু মন্ডলকে ভূমি দস্যু, চাঁদাবাজ আখ্যায়িত করে গত ২৫ মে মনিরুজ্জামান বাংলাদেশী সোসাল মিডিয়ায় মানহানিকর স্ট্যাটাস ও কুরুচিপূর্ণ বিতর্কিত বক্তব্য দেয়।
পরে চাঁদাবাজ মনিরুজ্জামান মনি ওরফে আলম চোরকে দ্রুত গ্রেফতার করার দাবিতে ইসলামপুর থানা অফিসার বরাবর প্রতিবাদ লিপি দেন।
মানববন্ধনটি সঞ্চালনা করেন, ইসলামপুর বাজার গার্মেন্টস সমিতির সাধারণ সম্পাদক সবুজ খন্দকার।
0 $type={blogger}:
Post a Comment