রোকনুজ্জামান সবুজঃ
জামালপুরের ইসলামপুরে সাপধরীতে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত তিনশ পরিবারের মাঝে ২০ কেজি করে খয়রাতি চাল বিতরণ করা হয়েছে।
জানা গেছে, ইসলামপুরে সাপধরী ইউনিয়নের সবগুলো গ্রামের উপর দিয়ে গত ১৭ মে রাতে তীব্র বেগে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। ওই কাল বৈশাখী ঝড়ে সাপধরী ইউনিয়নের সহস্রাধিক পরিবারের অসংখ্য ঘরবাড়ী,গাছপালা ও বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তন্মধ্যে সাপধরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৭শ পরিবারকে তালিকাভুক্ত করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনশ পরিবারকে ২০ কেজি হারে মোট ৬ মেট্রিক টন খয়রাতি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২৭ মে) সকালে উপজেলা প্রশাসনের বরাদ্দকৃত ওই ৬ মেট্রিক টন খয়রাতি চাল বড় নৌকা দিয়ে মন্ডলপাড়া, চেঙ্গানিয়া, আকন্দপাড়া, চরশিশুয়া, প্রজাপতি ও কাশারীডোবা এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত তিনশ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল সবার মাঝে বিতরণ করা হয়।
সাপধরী ইউনিয়নের কাশারীডোবা নৌঘাটে ওই খয়রাতি চাল বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভা। ওই সভায় সভাপতিত্ব করেন সাপধরী ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাপধরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী, প্যানেল চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাশেদুজ্জামান, সাপধরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান,বিএনপি নেতা মোজাফফর প্রামানিক প্রমুখ।
0 $type={blogger}:
Post a Comment