ইসলামপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন



মোঃ আওয়াল সরকারঃ


জামালপুরের ইসলামপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। 



শনিবার (৩১ মে) ইসলামপুর অডিটরিয়ামে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  আয়োজনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।



দোয়া ও আলোচনা সভা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি একেএম শহিদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমদ্দৌলা পাহলোয়ান।  



উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি  ও সাবেক এমপি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু।  


উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সোহেল রানা খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল মাষ্টার, নাজিম হোসেন নোমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। 


এ সময় উপজেলা যুবদলের আহবায়ক শেখ হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুদুজ্জামান লুুলু, যুগ্ম আহবায়ক ছামিউল হক লাভলু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমেদ পাপন ও ছাত্রনেতা হাসমত আলী, যুবদল, মহিলা দল,কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ  উপজেলার শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment