গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে চেয়ারম্যান শুন্য পদে নির্বাচন দাবীতে মানববন্ধন

 


গাইবান্ধা প্রতিনিধিঃ


গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ইউনিয়নবাসীর পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়। উপজেলার কাটামোড় এলাকায় শনিবার বেলা ১১টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


মোঃ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় নেতা শেখ নাসির উদ্দীন, স্থানীয় বাসিন্দা গোপাল মোহন্ত, শিক্ষক শহিদুল ইসলাম, ভিক্ষু শেখ, শফিকুল ইসলাম, সারোয়ার হোসেন, আবদুল হালিম ও সাবু শেখ প্রমুখ।



বক্তারা বলেন, ওই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান শাকিল আলম বুলবুল উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউপি চেয়ারম্যানের পদটি শূণ্য ঘোষণা করা হয়। পরবর্তীতে সাপমারা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তপশীল ঘোষণা করা হয়। ২০২৪ সালের ২৭ জুলাই ভোট গ্রহণের দিন ধার্য্য করা হয়। কিন্তু অনিবার্য কারণ বসতঃ ইসি ২৭ জুলাইয়ের ভোট গ্রহণ স্থগিত করে দেয়। পরবর্তীতে প্যানেল চেয়ারম্যান মোঃ সেলিম মেম্বর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। 



কিন্তু তিনি উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় ওই পদ থেকে পদত্যাগ করেন। এরপর ২য় প্যানেল চেয়ারম্যানের আবু তালেব মেম্বারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। আবু তালেব ৫ আগষ্টের পর গ্রেপ্তার হলে পদটি আবারো শূন্য হয়। বর্তমানে ইউনিয়ন সচিব দায়িত্ব পালন করছেন। এতে করে ওই ইউনিয়নের সকল উন্নয়ন কর্মকান্ড-স্থবির হয়ে পড়েছে। ফলে সাপমারা ইউনিয়নবাসী বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকা-থেকে বঞ্চিত হচ্ছে। সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তির শিকার হচ্ছেন।



বক্তারা আরও বলেন, সরকারের প্রস্তাবিত ইপিজেড এই ইউনিয়নের মধ্যেই অবস্থিত। ইপিজেড নির্মাণে সকল পদক্ষেপ সম্পন্ন হলেও স্থানীয় সমস্যার কারণে সরকার ইপিজেডের স্থাপনা নির্মাণের কাজ শুরু করতে পারছেনা। নির্বাচিত চেয়ারম্যান হলে এ সমস্যা সহজেই সমাধান হবে। এজন্য নির্বাচিত চেয়ারম্যান জরুরী হয়ে পড়েছে। যেহেতু চেয়ারম্যান পদটি দীর্ঘদিন শূন্য থাকার পরও তফশীল ঘোষণা দিয়েও নির্বাচিত চেয়ারম্যান আনা সম্ভব হয়নি। তাই অনতিবিলম্বে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন করে এলাকার উন্নয়ন গতিশীল করাসহ উন্নয়নের দুয়ার উম্মুক্ত করা হোক। মানববন্ধন থেকে এ আহবান জানান উপস্থিত বক্তাবৃন্দ।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment