দিনাজপুরের বিরামপুরে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সিনেট এসোসিয়েশন এর দোয়া মাহফিল ‎

 


‎মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ


‎দিনাজপুরের বিরামপুরে প্রয়াত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে স্বেচ্ছাসেবী সংগঠন সিনেট এসোসিয়েশনের উদ্যোগে সোমবার (৫ জানুয়ারি) কোরআন খতম এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎বিরামপুর পৌর শহরের কেডিসি রোডে খাদ্য গুদামের সামনে অবস্থিত সিনেট এসোসিয়েশনের কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে সোমবার কোরআন খতম করা হয় এবং এদিন দুপুরে যোহরের নামাজের পরে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়। 


‎এই দোয়া ও মিলাদ মাহফিলে জেলা বিএনপি'র সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি'র সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মসকুরুল হক, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক নুর আলম নূরা, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর শওকত আলী, সিনেট এসোসিয়েশনের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর জোবায়দুল হক জুয়েল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ছানোয়ার হোসেন, ব‍্যবসায়ী সাহল আলম মাসুম, রবিউল ইসলাম, হাসান আলীসহ সিনেট এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment