মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের দোয়েল মোড় এলাকায় সোমবার (৫ জানুয়ারী) ট্রাক চাপায় মোটর সাইকেল চালক বিদ্দিস আলী বিদ্যুৎ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১২টার দিকে বৃদ্ধ বিদ্যুৎ মোটরসাইকেল চালিয়ে হিলির দিকে যাওয়ার সময় পিছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়া তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বিদ্যুৎ দিনাজপুর সদর উপজেলার বাঁশেরহাট এলাকার রইস উদ্দিনের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, পরিবারের নিকট নিহতের মৃতদেহ হস্তান্তর করা হয়ছে এবং এ ঘটনায় সড়ক আইনে মামলা হয়েছে।

0 $type={blogger}:
Post a Comment