জামালপুর দর্পণ ডেস্কঃ
১৩৯, জামালপুর-২ (ইসলামপুর) সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী। একই সঙ্গে জাতীয় পার্টির প্রার্থীসহ মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ছামিউল হক ফারুকী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সুলতান মাহমুদ সিরাজি।
মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে তারা হলেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা আল মাহমুদ, আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী মীর শরীফ হাসান লেলিন, শরিফুল ইসলাম খান ফরহাদ, শওকত হাসান মিয়া এবং ওয়ারেছ খান অর্ণব।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন আইন ও বিধিমালার আলোকে মনোনয়নপত্র যাচাই-বাছাই করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

0 $type={blogger}:
Post a Comment