মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে যৌথ বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (আজ) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়, উপজেলা প্রশাসন, পুলিশসহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অংশ নেয়। পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা অভিযানে নেতৃত্ব দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পরিবেশগত ছাড়পত্র ও বৈধ লাইসেন্স ছাড়াই পরিচালিত হওয়ায় উপজেলার ৪টি এমডি ভাটা,এস এ ভাটা ও এমকেএম কে ৩ লক্ষ টাকা করে মোট ৯ লক্ষ টাকা এবং এমডিবি ভাটাকে ৫ লক্ষ টাকাসহ মোট ১৪ লক্ষ টাকা অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৯ লঙ্ঘনের দায়ে এসব ইটভাটায় মোট ১৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযান চলাকালে সংশ্লিষ্ট ইটভাটাগুলোর চিমনি, কাঁচা ইট ও কিছু অবকাঠামো ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে পুনরায় অবৈধ ভাবে ইটভাটা পরিচালনা না করার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান,পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত ভাবে পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান। এ অভিযানে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং পরিবেশ দূষণ রোধে প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

0 $type={blogger}:
Post a Comment