আলমাস হোসেন আওয়ালঃ
জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর এস এম এ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন বুধবার (১৭ ডিসেম্বর) সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে আয়োজিত এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আখতার।
নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও পরবর্তীতে তিনজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে অবশিষ্ট দুইজন প্রার্থীর মধ্যে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট নয়টি ভোট প্রদান করা হয়।
ভোট গণনা শেষে অছিয়তজ্জামান ছয় ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোতালেব আহমেদ দুই ভোট এবং আব্দুস সামাদ এক ভোট লাভ করেন।
এ সময় শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং এ সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

0 $type={blogger}:
Post a Comment