ইসলামপুরে বিএনপি প্রার্থী সুলতান মাহমুদ বাবুর মনোনয়নপত্র দাখিল



আলমাস হোসেন আওয়ালঃ 


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু তাঁর ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।


সোমবার (২৯ ডিসেম্বর) তিনি ইসলামপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।


মনোনয়নপত্র দাখিলের সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাবসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু। তিনি বলেন, মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। জনগণের দোয়া ও সমর্থন পেলে এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সর্বাত্মকভাবে কাজ করব।


এদিকে একই আসনে অন্যান্য প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করেছেন। 


তাদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ড. সামিউল হক ফারুকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই ও মনোনয়নবঞ্চিত শরিফুল ইসলাম খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদ সিরাজী, জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা আল মাহমুদ ও আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী অর্নব ওয়ারেছ খান। এছাড়াও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে শওকত হাসান মিয়া ও মীর শরিফ হাসান লেনিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।


নির্বাচন তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই চলবে আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।


আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment