বাঁশচড়ায় জামিরা বাজারে হাজী মার্কেটের শুভ উদ্ভোধন



মোঃ সুমন মিয়াঃ 


জামালপুর সদরের বাঁশচড়া ইউনিয়নের জামিরা বাজারে হাজী মার্কেটের শুভ উদ্ভোধন হয়েছে। এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দীর্ঘদিনের কলহ মিমাংসার পর উভয় পক্ষের লোকের উপস্থিতিতে আমেরিকা প্রবাসী ও বিশিস্ট সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ মোবারক হোসেনের মালিকানার এ মার্কেটের উদ্ভোধন করা হয়।


শুক্রবার বিকালে জামিরা বাজারে নব নির্মিত ভবনের উদ্ভোধন করেন সাবেক বিআরডিবি কর্মকর্তা আলহাজ্বব মোঃ আব্দুল করিম। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব জয়নাল আবেদিন। এছাড়াও বিশিষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল বারী, মোতালেব, সোহেল রানাসহ প্রায় শতাধিক এলাকাবাসী।


দোয়া মাহফিলে জায়গা নিয়ে চলমান মোকদ্দমার অপর পক্ষ বলেন, আমরা অনেকদিন এই জমি নিয়ে মামলা চালিয়েছে। এখন আমরা বুঝতে পারছি আমরা ভুল ছিলাম। আমাদের পুরাটাই ভুল হয়েছে। এখন আমরা উভয় পক্ষ মিলে গেছি। আমাদের এমন কাজের জন্য এলাকাবাসী ক্ষমা করবেন।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে এই জায়গা নিয়ে জামেলা চলমান ছিলো । এখন উভয় পক্ষ মিলে গিয়ে ভালো হয়েছে। আমরা আশা করবো ভবিষৎ এ আপনারা এমন ভাবেই মিলে মিশে থাকবেন। 


অনুষ্ঠান শেষে সকলের উপস্থিতিতেই দোয়া পরিচালনা করা হয়। পরে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment