আলমাস হোসেন আওয়ালঃ
জামালপুরের মেলান্দহ উপজেলায় জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে সিটিজেন ভয়েজ অ্যান্ড অ্যাকশন (সিভিএ) ইন্টারফেইস মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মেলান্দহ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ মিটিং অনুষ্ঠিত হয়।
অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (এএনসিপি)-এর আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ যৌথভাবে জেসমিন প্রকল্পটি বাস্তবায়ন করছে।
উপজেলার দুরমুঠ, কুলিয়া, মাহমুদপুর ও শ্যামপুর ইউনিয়নের সিটিজেন ভয়েজ অ্যান্ড অ্যাকশন (সিভিএ) বাস্তবায়নকারী গ্রুপের আয়োজনে এই ইন্টারফেইস মিটিংয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, স্থানীয় কৃষক, কিশোর-কিশোরী, সিভিএ ওয়ার্কিং গ্রুপের সদস্য, ধর্মীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইন্টারফেইস মিটিং এ বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুর রউফ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাহমিদা ফারজানা সেতু। এ সময় আরো উপস্থিত ছিলেন জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, বিজনেস ডেভলপমেন্ট অফিসার মোঃ খলিল উল্লাহ, আবিদ হাসান, রবিউল আউয়াল, আব্দুস সামাদ, রাশিদুল হাসান, এম এন্ড ই অফিসার জহুরুল ইসলাম, নিউট্রিশন অফিসার রেবেকা সুলতানা প্রমুখ।
বক্তারা বলেন সিটিজেন ভয়েজ অ্যান্ড অ্যাকশন কার্যক্রমের মাধ্যমে কৃষি বিভাগের বিভিন্ন সেবা সম্পর্কে কৃষকেরা সচেতন হচ্ছেন। এর ফলে কৃষি সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা আরও সুদৃঢ়ভাবে নিশ্চিত করা সম্ভব হবে।

0 $type={blogger}:
Post a Comment