শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ইসলামপুর সরকারি কলেজে আলোচনা সভা



আলমাস হোসেন আওয়ালঃ


শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ইসলামপুর সরকারি কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে  শিক্ষক পরিষদের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইসলামপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আহাম্মদ আলী। 


পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মিনাক্ষী প্রসাদ সাহার সভাপতিত্বে আলোচনা সভায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরে আলম।


বক্তব্য রাখেন, বাংলা বিভাগের প্রভাষক মুুহাম্মদ তাজুল ইসলাম,রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কামরুন্নাহার,  আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান মো: মঞ্জুরুল হক, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আরিফুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক নুর মাসুমা ও কম্পিউটার অপারেটর মো: সুমন খন্দকার। 


বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতেই এই বর্বর হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন দেশপ্রেম ও প্রজন্মকেমানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে বলেও বক্তারা উল্লেখ করেন।


এ সময় উপস্থিত ছিলেন, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আহছান উল্লাহ, রসায়ন বিভাগের প্রধান রকিবুজ্জামান, দর্শন বিভাগের প্রধান কানিজ জাহানসহ  কলেজের সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


অনুষ্ঠান শেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment