ইসলামপুরে পৌরসভার সড়কবাতি জ্বলছে দিন-রাত; দায়িত্বহীনতার অভিযোগ

 


আলমাস হোসেন আওয়ালঃ

জামালপুরের ইসলামপুর পৌরসভার বিভিন্ন এলাকায় গত ৬-৭ দিন ধরে সড়কবাতি দিন-রাত অবিরাম জ্বলছে। উপজেলার ডরমেটরি ভবন, ইসলামপুর প্রেসক্লাব ও পৌরসভার একাধিক গুরুত্বপূর্ণ স্থানে এমন পরিস্থিতি বিরাজ করছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।


বাসিন্দারা অভিযোগ করেন, দিনের বেলায় সড়কবাতি জ্বলে থাকায় একদিকে বিদ্যুতের অপচয় হচ্ছে, অন্যদিকে সরকারি সম্পদের অপব্যবহার হচ্ছে। বিষয়টি পৌরসভার কর্মকর্তাদের নজরে এলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না বলে দাবি স্থানীয়দের।


ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাজমুল হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। 


স্থানীয়রা আরও জানান, গত কয়েক দিন ধরে বিষয়টি একাধিকবার পৌর কার্যালয়ে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের মতে, এটি পৌর কর্তৃপক্ষের চরম দায়িত্বহীনতার উদাহরণ।


ভুক্তভোগীরা দ্রুত সড়কবাতির ত্রুটি মেরামত এবং সঠিকভাবে পরিচালনার জন্য পৌর কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment