জামালপুরে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিদর্শক ও সহকারীদের নিয়োগ বিধি বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি



জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মচারীরা। 


মঙ্গলবার (০২/১২/২০২৫)  সকাল থেকে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিনে জেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কর্মরত কর্মচারীরা অংশ নেয়। এতে করে মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে।   


অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুজাহিদুর ইসলাম, সদর উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাজিদ হাসান শাকিল, উপদেষ্টা মন্ডলীর সদস্য জুয়েল রানা, পরিবার কল্যাণ পরিদর্শিকা সাজেদা পারভীন দীপা,পরিবার কল্যাণ পরিদর্শক মাসুদুল ইসলাম খান,পরিবার কল্যাণ সহকারী জান্নাতুলনেছা সহ আরো অনেকে। 


এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ২৬ বছর যাবত একই পদে চাকরি করেও পদোন্নতি না থাকায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন। পাশাপাশি স্বাস্থ্য খাতে সব ধরনের সেবা দিয়েও সরকারি সুবিধা বঞ্চিত হচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে নিয়োগ বিধি পরিবর্তন করে প্রজ্ঞাপন জারির দাবি জানান। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment