ইসলামপুরে আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে বিএনপির মোটর সাইকেল শোভাযাত্রা

 


রোকনুজ্জামান সবুজঃ 


জামালপুরের ইসলামপুরে ১৩ নভেম্বর লকডাউনের প্রতিবাদে বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা  এ এস এম আব্দুল হালিমের নির্দেশে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার(১২নভেম্বর)সন্ধায় প্রায় ৩ শতাধিক মোটর সাইকেল নিয়ে শোভাযাত্রাটি উপজেলা দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক বটতলা চত্তরে পথসভায় মিলিত হয়।


অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন,বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এস এম আব্দুল হালিম।


এ ছাড়া ও ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার ,মাহাবুর আলম সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


বক্তারা ফ্যাসিবাদী সংগঠনের ১৩ নভেম্বরকে কেন্দ্র করে লকডাউনের ডাক দিয়েছেন,আমরা সেটিকে প্রতিহত করব। ইসলামপুর উপজেলা বিএনপি যেকোনো মূল্যে শান্তিপূর্ণ ও সংগঠিতভাবে প্রতিরোধ গড়ে তুলবে। প্রতিটি পাড়া-মহল্লা,ইউনিয়নে ও ওয়ার্ডে আমাদের নেতাকর্মীরা পাহারায় থাকবেন। 


শোভাযাত্রা ও পথসভায় উপজেলা ও ইউনিয়ন যুবদলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment