আলমাস হোসেন আওয়ালঃ
জামালপুরের ইসলামপুর উপজেলা কৃষকদলের ত্রি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষকদলের আহ্বায়ক আলহাজ্ব রেহান আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় সম্মেলন শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু। উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন জামালপুর জেলা কৃষকদলের আহ্বায়ক মাজেদুল ইসলাম সাত্তার। প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব শাহ গাউসুল আজম শাহিন এবং বিশেষ বক্তা ছিলেন জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালেহীন মাসুদ মাস্টার।
বক্তারা নবগঠিত কমিটির নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কৃষকদলকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে তারা কৃষকদের ন্যায্য অধিকার আদায়, সংগঠনকে শক্তিশালী করা এবং ইসলামপুর আসনে বিএনপির নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব, সহ-সভাপতি একেএম শহিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালি, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে আলহাজ্ব রেহান আলীকে সভাপতি এবং মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটির নাম ঘোষণা করা হয়।
0 $type={blogger}:
Post a Comment