আলমাস হোসেন আওয়ালঃ
জামালপুরের ইসলামপুরে একসেলারেটেড মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান।
বুধবার উপজেলা হলরুমে ইএমডিসি প্রকল্প ও ব্র্যাক শিক্ষা কর্মসূচি আয়োজনে এতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি এবং প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এছাড়াও ব্র্যাকের শিক্ষা উপকরন ও প্রদশন নিয়ে আলোচনা করেন।
সভায় বক্তারা একসেলারেটেড মডেল বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথি তৌহিদুর রহমান এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সরকারের শিক্ষা ব্যবস্থার পরিপূরক হিসেবে এ ধরনের কর্মসূচি গ্রামীণ পর্যায়ে শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্র্যাকের উপজেলা ম্যানেজার মহসিন আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রতিনিধি আহমেদ ওমর ফারুক, ব্র্যাক জেলা সমন্বয়ক, প্রধান কার্যালয় থেকে আগত মৌসুমী আহমেদ সিলভিয়া, বিভাগীয় ব্যবস্থাপক ব্র্যাক শিক্ষা কর্মসুচী আমেনা আক্তারসহ আরো অনেকে।
0 $type={blogger}:
Post a Comment