আলমাস হোসেন আওয়ালঃ
জামালপুর সংবাদ পত্রিকার প্রকাশক-সম্পাদক, মোহনা টিভির জেলা প্রতিনিধি ও ইসলামপুর প্রেসক্লাবের সদস্য মরহুম সাংবাদিক ওসমান হারুনীর মৃত্যুতে ইসলামপুর প্রেসক্লাবের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামপুর প্রেসক্লাবের আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামানের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব, সহ-সভাপতি একেএম শহিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি আলহাজ রেজাউল করিম ঢালী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, কার্যকরী পরিষদ সদস্য সাংবাদিক আ: সামাদ প্রমুখ।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, আবির আহাম্মেদ বিপুল মাষ্টার, মহিলা দলের সাধারণ সম্পাদক মাহমুদা নবাব, মরহুম সাংবাদিক ওসমান হারুনীর বড় ছেলে ইয়ামিন, ছোট ভাই কাদের, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ পরিবারের অনেকেই।
স্মরণ সভা শেষে মরহুম সাংবাদিক ওসমান হারুনীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
0 $type={blogger}:
Post a Comment