মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল,উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক মহিলা কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন,সম্মানিত সদস্য,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জিনাত আরা, সভাপতি,বিরামপুর উপজেলা মহিলা দল নাজমা মসির,সহ-সভাপতি, দিনাজপুর জেলা মহিলা দল। শাহিন সুলতানা বিউটি,সাধারণ সম্পাদক,দিনাজপুর জেলা মহিলা দল।
সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম চৌধুরী। কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন মিঞা মোঃ শফিকুল আলম মামুন, সভাপতি, বিরামপুর উপজেলা বিএনপি, মোঃ হুমায়ুন কবির, সভাপতি, বিরামপুর পৌর বিএনপি, মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সাধারণ সম্পাদক, বিরামপুর উপজেলা বিএনপি, মোঃ রেজাউল করিম রেজু, সাধারণ সম্পাদক, বিরামপুর পৌর বিএনপি, মোঃ নুর ইসলাম, সমন্বয়ক, উপজেলা ও পৌর বিএনপি, বিরামপুর।
কর্মীসভায় বক্তারা সংগঠনের শক্তি ও ঐক্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, বিরামপুর উপজেলা ও পৌর শাখা, দিনাজপুর।
কর্মীসভায় নেতৃবৃন্দ বলেন, আজ দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে।
প্রধান অতিথি অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন,“এই অবৈধ সরকারের পতনের পর মাঠ দখলের চেষ্টা করছে। মাঠে আন্দোলনের বিকল্প নেই। জনগণের শক্তির ওপর আস্থা রেখে সংগঠনকে আরও সুসংগঠিত এবং সামনের নির্বাচনকে ভোটারদের আমাদের পক্ষে সমর্থন আনতে হবে।”
সভায় মহিলা দলের নেতৃবৃন্দ বিএনপির আন্দোলনকে সফল করতে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
0 $type={blogger}:
Post a Comment