ইসলামপুরে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদের কবর জিয়ারত



রোকনুজ্জামান সবুজঃ 


জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামালপুরে ইসলামপুরে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদ লিটনের কবর জিয়ারত করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।


মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে চিনাডুলি ইউনিয়নে খামারপাড়া গ্রামের নিহত শহিদ লিটনের কবর জিয়ারত ও দোয়া-মোনাজাত করা হয়। কবর জিয়ারত সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান।


আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ইসলামপুর সার্কেল মোঃ ইমরুল হাসান, সহকারী কমিশনার ভূমি রেজুয়ান ইফতেকার, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আ.ফ.ম আতিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবারের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য যে, লিটন ২০ জুলাই ঢাকার মধ্য বাড্ডার রিচম্যান গার্মেন্টস থেকে দুপুরের খাবারের জন্য বের হলে টহলরত পুলিশের গুলিতে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন বলে নিহতের ভাই ইমন নিশ্চিত করেন।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment