ইসলামপুরে গণঅভ্যুত্থানের বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আলোচনা সভা




রোকনুজ্জামান সবুজঃ


জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির উদ্যোগে গণঅভ্যুত্থানের বিজয়ের ১ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে সিরাজাবাদ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবু।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম শহিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, আবির আহাম্মেদ বিপুল মাষ্টার, সহ-সাংগঠনিক নাজিম হোসেন নোমান, ছাত্রবিষয়ক সম্পাদক সোহেল রানা খোকন, যুবদলের আহবায়ক শেখ হেলাল, যুগ্ম আহবায়ক মাহফুদুজ্জামান লুলু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজহারুল ইসলাম বিপুল, শাকিল আহাম্মেদ বাবু, ছাত্রনেতা হাসানসহ শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। 

  

সমাবেশের আগে সকাল থেকে উপজেলা ও পৌরশহর সহ ১২টি ইউনিয়ন থেকে খন্ডখন্ড মিছিল সমাবেশস্থলে এসে কানায় কানায় ভরে উঠে। সমাবেশ শেষে সাবেক এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবুর নেতৃত্বে একটি মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে করে ঐতিহাসিব বটতলা চত্বরে এসে শেষ হয়।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment