শেরপুর প্রতিনিধিঃ
দূর প্রবাসে এসেও নিজের কাজের পাশাপাশি হাজারো প্রবাসীর জীবনের স্বপ্ন পুরনে নিরলস কাজ করছে শেরপুরের এম এ জামান।নিউইয়র্ক শহরে বসবাসরত আমেরিকান বাংলাদেশিদের কাছে জামান এখন একটি পরিচিত নাম। ২০০৫ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পারি জমানো জামান এখন পর্যন্ত প্রায় ১৫০০ প্রবাসী বাংলাদেশিকে কর্মসংস্থান পেতে সহায়তা করেছে। তারা এখন নিউইয়র্ক সিটি ,স্টেট ও ফেডারেল পর্যায়ে চাকরি করছে। বাংলাদেশের শেরপুর জেলার সন্তান জামান জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টটিং এ মাস্টার্স সম্পন্ন করে বাংলাদেশ পল্লিবিদ্যুৎ সমিতিতে একাউন্টেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
যুক্তরাষ্ট্রে আসার পর সবার মতোই জামানের জীবনটাও চেলেঞ্জিং ছিলো। ম্যানহাটনের একটি রেস্টুরেন্টে পিৎজা ডেলিভারির কাজ করতেন তিনি। কিন্তু তিনি জানতেন এটাই তার জীবনের শেষ গন্তব্য নয়। তাই তিনি থেমে থাকেননি শুরু করেন পড়াশোনা। নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটি থেকে উচ্চ শিক্ষা গ্রহনের পরে শুরু করেন তিনি ক্যারিয়ারের পথচলা।সাবস্টিটিউট টিচার হিসেবে নিউইয়র্ক এর একটি স্কুলে ৪ বছর কাজ করার পর তিনি মেট্রোপলিটন লার্নিং ইন্সটিটিউটে একাউন্টিং বিষয়ে লেকচারার পদে যোগ দেন,সেখানে কাজ করেন ৫ বছর।
২০১৪ সালে নিউইয়র্ক স্টেট গভার্মেন্টে ম্যানেজার পদে চাকরি শুরু করেন। এবং ভালো সার্ভিসের জন্য তিনি সন্মাননাও অর্জন করেন। এতোকিছুর পরেও তার মনে প্রবাসীদের জন্য কিছু করার তাগিদ অনুভব করেন এবং সেই তাগিদ থেকেই তিনি ২০১৫ সালে জ্যাকসন হাইটসে জব সেমিনারের আয়োজন করেন। সেমিনারে আগতদের আলোচনায় তিনি বুঝতে পারলেন যে ,অনেকের অনেক যোগ্যতা থাকা সত্যেও শুধু সঠিক দিক নির্দেশনার অভাবে তাদের চাকরি হচ্ছেনা। তারপর তিনি ২০১৭ সালে প্রতিষ্ঠা করেন সাকসেস মাল্টি পারপাস এন্ড কনসাল্টিং ফার্ম।যেখানে অল্প সার্ভিস চার্জে চাকরি প্রত্যাশিদের ট্রেনিং এবং পরামর্শ প্রদান শুরু করেছিলেন। প্রতিষ্ঠানটি গত কয়েক বছরে প্রায় ১৫০০ শত প্রবাসীদেরকে চাকরির সুযোগ করে দিয়েছে আমেরিকার মূলধারার বিভিন্ন প্রতিষ্ঠানে। তিনি নিজে সপ্তাহে ৫ দিন চাকরি করেন এবং দুই দিন ছুটি না কাটিয়ে সময় দেন চাকরি প্রত্যাশিদের জন্য।
অর্থাৎ তার কোন ছুটি নেই, মানুষের জন্য কিছু করার নেশা তাকে বিশ্রাম দেয়না। প্রবাসে এম এ জামান এক অনুকরণীয় অনুপ্রেরণার নাম। সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম এর এম ডি জামান বলেন ,বর্তমানে তিনি নিজেও নিউইয়র্ক স্টেটে গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে কর্মরত। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাঁর প্রতিষ্ঠান থেকে চাকরি পেতে পরামর্শ দেন তিনি।
এম ডি জামান বলেন, একটু চেষ্টা করলে বাংলাদেশের সনদ দিয়ে এখানে (নিউইয়র্কে) ভালো মানের চাকরি পাওয়া সম্ভব। এ জন্য সবাইকে সঠিকভাবে আবেদন করতে হবে। আর দরকার সঠিক পরামর্শ।এম ডি জামান আরও বলেন, অনেকে বাংলাদেশ থেকে নতুন পরিবেশে এসে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। তাঁরা যদি যথাযথভাবে আবেদন করতে পারেন, সঠিক প্রস্তুতি নিতে পারেন, তাহলে যুক্তরাষ্ট্রে সরকারি পর্যায়ে খুব ভালো মানের চাকরি পেতে পারেন।
0 $type={blogger}:
Post a Comment