শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের কবি, সাংবাদিক ও হোমিও চিকিৎসক হাফিজুর রহমান লাভলু গুণীজন সম্মাননা পেয়েছেন। শুক্রবার ১৬ মে বিকেলে স্বরলিপি পাবলিকেশনের আয়োজনে রাজধানীর পুরানা পল্টনস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে উক্ত গুণীজন সম্মাননা দেওয়া হয়।
আদর্শ সমাজ বিনির্মাণে কবি, সাহিত্যিক, শিল্পী ও উদ্যোক্তাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর।
প্রধান আলোচক ছিলেন কবি, গবেষক ও বহুভাষাবিদ, দৈনিক দেশ জগত’র প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক ডেসটিনি’র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুল হাসান নিজামী।অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা: এস এম সরওয়ার।
বাংলা একাডেমির উপ-পরিচালক ড. সাহেদ মন্তাজের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছাড়াও উপস্থিত কবি, সাহিত্যিক, শিল্পী ও উদ্যোক্তারা আদর্শ সমাজ বিনির্মাণে করণীয় বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্বরলিপি পাবলিকেশনের সত্যাধিকারী কবি লিপি আক্তার।স্বরলিপি সংগীত একাডেমীর শিক্ষার্থীদের মনোমুগ্ধকর গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
0 $type={blogger}:
Post a Comment