রোকনুজ্জামান সবুজঃ
জামালপুর সদর উপজেলার দুই শত বছরের পুরনো নান্দিনা বাজার। বহু আবেদন নিবেদনের পর নান্দিনা বাজারে পুরনো মাছ বাজারে জন্য একটি বহুতল ভবন বরাদ্দ হয় গত সরকারের আমলে। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার জেলা যুবলীগ নেতা কাজ শেষ না করেই পালিয়ে গেছে। এতে প্রায় ৯ মাস ধরে কাজ বন্ধ থাকায় থাকায় জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌছেছে।
জানা গেছে,গ্রামীণ হাট বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জামালপুর সদরের নান্দিনা বাজারে দ্বিতল ভবন নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রকল্প বাস্তবায়নের জন্য গত ২০১৯ সালের ২ জুলাই ভবন নির্মাণ কাজ শুরু হয়। যার প্রাক্কলিত ব্যয় ধরা হয় ২কোটি১১লাখ টাকা। তবে চুক্তিভিত্তিক দরপত্রের মাধ্যমে ১কোটি ৮১লাখ১৯ হাজার টাকায় কার্যাদেশ দেওয়া হয়। কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জহুরুল হক দুলাল।
তবে উপ-ঠিকাদার হিসেবে কাজ পায় জামালপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহাম্মেদ। কাজের সময়সীমা ছিল ২০২০ সালের ৫ নভেম্বর পর্যন্ত। কিন্তু আজ ২০২৫ সনের মে মাস প্রায় ৪ বছর অতিবাহিত হলেও এখনো সেই কাজ শেষ হয়নি।
অভিযোগ উঠেছে,দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে গত বছরের ৫ আগস্ট থেকে পলাতক রয়েছে উপ-ঠিকাদার ফারহান আহম্মেদ। এর পর থেকেই ভবনের কাজ বন্ধ রয়েছে।
নান্দিনা বাজারের ব্যবসায়ী জামিল হাসান ও মুরাদ আলী বলেন,গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হঠাৎ কাজ বন্ধ করে গা-ঢাকা দেন উপ-ঠিকাদার ফারহান আহাম্মেদ। ১কোটি ৮লাখ টাকার বিল উত্তোলনের পর তিনি আর কাজে হাত দেননি। যদিও এলজিইডির দাবি,নির্মাণকাজের ৯০ ভাগ অগ্রগতি হয়েছে,তবু বাজার ভবনটি এখনও জনগণের কোনো কাজে আসছে না।
স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন,নির্মাণাধীন ভবনের অনেক জায়গায় বড় বড় ফাটল দেখা দিয়েছে,যা ভবিষ্যতে বড় বড় ধরনের ধর দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে।অথচ এই ভবনের নিচতলায় কাঁচা শাক-সবজি, মাছ-মাংস বিক্রির কাজে ব্যবহৃত হওয়ার কথা ছিল।
বিষয়টি নিয়ে কথা হয় রানাগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি নওয়াব হোসেন জুয়েলের সাথে জানান, উপ ঠিকাদার জেলা যুবলীগ নেতা ফারহান আহমেদ ভবন নির্মাণের নামে দুর্নীতি করে মোটা টাকা আত্বসাৎ করেছেন। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর পরই ফারহান পালিয়ে গেছে। জরুরি ভিত্তিতে ফারহান আহম্মেদকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। সেই সাথে উক্ত কাজে ফাঁকি ও অর্থ আত্মসাতের জন্য তার কঠোর শাস্তি দাবি জানাচ্ছি।
রানাগাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন ও যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলামও একই কথা বলেন। লুটপাট কারী ফারহানের গ্রেফতার ও তার শাস্তি নিশ্চিতকরণের জন্য প্রশাসনের প্রতি জোর অনুরোধ জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।
বিষয়টি নিয়ে এলজিইডির জামালপুর সদর উপজেলা প্রকৌশলী আকরাম হোসেন তালুকদার জানান,তিনি এখানে নতুন যোগদান করেছেন। এসেই এসব কাজের ঠিকাদারদের নোটিশ করেছেন। নান্দিনা বাজার ভবনের কাজ ৯০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে দাবি করে তিনি বলেন,অসমাপ্ত কাজ শেষ করতে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
0 $type={blogger}:
Post a Comment