ক্ষমতার জোরে অত্যাচারের অভিযোগ: পুলিশ কনস্টেবল রেজাউলকে নিয়ে পরিবারের সংবাদ সম্মেলন



আলমাস হোসেন আওয়ালঃ


জামালপুরের ইসলামপুর উপজেলায় সাবেক কৃষিমন্ত্রীর গানম্যান পুলিশ কনস্টেবল রেজাউল করিম (স্ট্যালিন)-এর বিরুদ্ধে ভূমি দখল, ক্ষমতার অপব্যবহার এবং ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তারই মা ও সহোদর ভাইবোনরা।


সোমবার (০৮ ডিসেম্বর) সকালে উপজেলার কাচারীপাড়া এলাকার নিজ বাড়িতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, রেজাউল করিম পুলিশি প্রভাব ব্যবহার করে পৈত্রিক সম্পত্তি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছেন এবং পরিবারের অন্য সদস্যদের দীর্ঘদিন ধরে নানা হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করছেন।


বড় ভাই মাসুদ করিম পারভেজ অভিযোগ করে বলেন, রেজাউল করিম পুলিশে চাকরি করাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। আমরা নিজ জমিতে ঘর নির্মাণ করতে গেলে সে বাধা দেয়, ভীতি সৃষ্টি করে এবং নির্মাণসামগ্রী নষ্ট করে ফেলে।


মা জেবুন আক্তার জানান, আমার ছয় সন্তানের মধ্যে সম্পত্তি ভাগ করে দেওয়া হয়েছে। কিন্তু আমার তৃতীয় ছেলে রেজাউল করিম (স্ট্যালিন) দীর্ঘদিন ধরে অন্য সন্তানদের বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানি করে আসছে।


পরিবারের দাবি, রেজাউল করিমের প্রভাব এতটাই বিস্তৃত যে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও তারা কোনো ন্যায়বিচার পাচ্ছেন না বলে অভিযোগ করেন তারা।


সংবাদ সম্মেলনে উপস্থিত কয়েকজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রতিবেশীও ভুক্তভোগী পরিবারের অভিযোগের সত্যতা ও রেজাউলের দীর্ঘদিনের প্রভাব বিস্তারের বিষয়টি সমর্থন করেন।


পরিবারটি সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করে বলেন, আমরা ন্যায়বিচার ও নিরাপত্তা চাই। পৈত্রিক জমি রক্ষা করে শান্তিতে থাকার অধিকার ফিরিয়ে দেওয়া হোক। একই সঙ্গে তারা মিথ্যা মামলা, হয়রানি ও হামলা থেকে সুরক্ষা দিতে স্থানীয় প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment