ইসলামপুরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবীতে কাফনের কাপড় পড়ে অনশন বিক্ষোভ



রোকনুজ্জামান সবুজঃ


জামালপুরের ইসলামপুর আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক কেবিনেট সচিব এএসএম আব্দুল হালিমকে বিএনপির প্রার্থী হিসাবে চুড়ান্ত মনোনয়ন নিশ্চিত করার দাবী ক্রমেই তীব্র হয়ে উঠেছে। 

একই দাবীতে বুধবার (১৯নভেম্বর)দুপুরে কাফনের কাপড় পড়ে অনশন কর্মসুচী পালন করেছেন ইসলামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের দুই সহস্রাধিক নেতা-কর্মী।

ইসলামপুর থানা মোড় বটতলা চত্বরে অনুষ্ঠিত হয়েছে।। ওই অনশন কর্মসুচীতে  মোবাইল কনফারেন্সে ঢাকা থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-২ ইসলামপুর আসনের সম্ভাব্য এমপি প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক কেবিনেট সচিব এএসএম আব্দুল হালিম। 


ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে অনুষ্টিত হয় ওই অনশন কর্মসুচীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রউফ দানু, জাকিউল ইসলাম তিব্বত, শফিক সেলিম,  আজিজুর রহমান চৌধুরী, মনিরুল করিম, রুহুল আজম লুলু, এনামুল করিম ডেভিড,  মনির খান লোহানী, মাহবুবুল আলম, কামরুল হুদা পাহলোয়ান স্টালিন, মনির খান লোহানী, সাখাওয়াত হোসেন সুজন প্রমুখ।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment