ইসলামপুরে মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান

 


ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ  

জামালপুরের ইসলামপুরে  মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় শুরু হয়েছে ২২ দিনের ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা। ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার যমুনা নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন। 

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন ইসলামপুর থানা পুলিশের একটি টিম। অভিযানে দুইটি কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান বলেন, মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিংসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment