মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর উপজেলার ভগবতিপুর গ্রামের পাশে ছোট যমুনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল ও শয়তান জাল দিয়ে মাছ ধরার সময় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর।
উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি-এর নেতৃত্বে অভিযানকারী দল ঘটনাস্থলে গিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন মোবাইল কোর্টের মাধ্যমে নদীর বালি ও বাঁশের চাটাই দিয়ে কৃত্রিম বাঁধ সৃষ্টি করে পানি প্রবাহে প্রতিবন্ধকতা এবং নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর ক্ষতি করার দায়ে একজনকে ৫,০০০ টাকা জরিমানা করেন। অভিযান শেষে উপজেলা পরিষদ চত্বরে উদ্ধার করা সব নিষিদ্ধ জাল পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি জানান, “নদীতে কৃত্রিম বাঁধ সৃষ্টি করে বা নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

0 $type={blogger}:
Post a Comment