মেলান্দহে স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

 


রোকনুজ্জামান সবুজঃ 

জামালপুরে মেলান্দহ দুরমুঠ রুকনাই স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। 

স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী অভিযোগ করেছেন, মাদরাসার বিভিন্ন উন্নয়ন কাজ, সরকারি বরাদ্দ ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার অর্থ আত্মসাৎ করেছেন তিনি। এবছর এমপিও ভক্তিকরণের জন্য তালিকাভুক্ত হয় প্রতিষ্ঠানটি, কিন্তু সরজমিনে দেখা যায়, মাদরাসাটি ১৯৮৭ সালে প্রতিষ্ঠা করা হলেও কোন শিক্ষার্থীকে পাঠদান দেওয়া হয় না, নেই কোন শিক্ষার্থী, নেই পাঠদানের পরিবেশ।

অভিযোগে আরো জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, আসবাবপত্র ক্রয় এবং শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা অর্থ সঠিকভাবে ব্যয় না করে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন প্রধান শিক্ষক। মাদরাসার নামে জমি নিয়েও প্রতারনার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরে মৌখিকভাবে জানানো হলেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, সবকিছু নিয়ম মেনেই করা হয়েছে।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment