জামালপুরে নারী-পুরুষের সমতা উন্নয়নে পুরুষের সম্পৃক্ততা বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত



জামালপুর দর্পণঃ

জামালপুরের ১ নং কেন্দুয়া ইউনিয়নে নারী পুরুষের সমতা উন্নয়নে পুরুষের সম্পৃক্ততা বিষয়ক প্রচারনা  সভা অনুষ্ঠিত হয়েছে।


উক্ত সভায় কেন্দুয়া ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ, সিএমএ, নারী উদ্যোক্তা, ঈমাম ও উৎপাদক দলের নারী ও পুরুষ কৃষক-কৃষাণী অংশগ্রহন করেন।


আজ (১৫-১০-২০২৫) ইং রোজ বুধবার দিনব্যাপী কেন্দুয়া ইউনিয়নের কুমারপাড়া মধ্যপাড়ায়,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের বাস্তবায়নে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের সহযোগিতায় নারী পুরুষের সমতা উন্নয়নে পুরুষের সম্পৃক্ততা বিষয়ক প্রচারনা  সভা অনুষ্ঠিত হয়।


উক্ত সভার সভাপতি কেন্দুয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ রাকিবুল ইসলাম (মিলন) বলেন, নারী-পুরুষের সমতা ও পারিবারিক সম্প্রীতি প্রতিষ্ঠায় পুরুষদের সক্রিয় ভূমিকা বৃদ্ধি করতে হবে আমাদের। আজকে আমরা এই সভায় যে বিষয়গুলো শিখলাম, বুজলাম তা পরিবারে চর্চা করার জন্য সকলকে আহবান করছি। পাশাপাশি আজকের এই আয়োজনের জন্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর জেসমিন প্রকল্পকে ধন্যবাদ জানাচ্ছি। এমন আয়োজন যেন ধারাবাহিক চালিয়ে যাওয়া হয় এই প্রত্যাশাও করেন তিনি।


উক্ত সভায়  Gender DRR & CC Officer ছাদেকা বেগম বলেন, “নারী-পুরুষের সমতা উন্নয়নে পরিবার ও সমাজে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহন করানো, গৃহস্থালীয় কাজ, শিশু লালন-পালনসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে পুরুষদের অংশগ্রহণ বাড়াতে হবে।


মোঃ কামরুল ইসলাম বলেন, পরিবারে দায়িত্ব ভাগাভাগি না হলে প্রকৃত সমতা প্রতিষ্ঠা সম্ভব নয়। পুরুষদের উচিত পরিবারের দৈনন্দিন কাজে স্ত্রীকে সহায়তা করা, সন্তানদের যত্ন নেওয়া এবং গৃহস্থালির সিদ্ধান্তে নারীর মতামতকে গুরুত্ব দেওয়া। তারা জোর দিয়ে বলেন, নারীকে ছোট না করে বরং তার সক্ষমতাকে কাজে লাগাতে হবে।


সভায় ইউপি সদস্য বেদেনা বেগম বলেন, পারিবারিক সহিংসতা থেকে বিরত থাকা, সবার জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের সক্রিয় অংশগ্রহণ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে ইনশাআল্লাহ। 


কমিউনিটি মার্কেট এজেন্ট (সিএমএ) মাহমুদা সুলতানা বলেন, আমি আগে গৃহিনী ছিলাম। জেসমিন প্রকল্পের সহযোগিতায় ও আমার স্বামী ও পরিবারের সদস্যদের সহযোগিতায়,কৃষি উপকরন বিক্রির মাধ্যমে ব্যবসা করে আর্থিক ভাবে স্বাবলম্বী হচ্ছি।


বক্তারা সবাই মত দেন, নারী-পুরুষ একসাথে কাজ করলে পরিবার হবে সুখী, সমাজ হবে ন্যায়ভিত্তিক ও উন্নত। শেষে সম্মিলিতভাবে সবাই শপথ নেন “সহযোগিতা নয় প্রতিযোগিতা নয়, নারী-পুরুষ একসাথে আগাই সমতার পথের জয়"।



উক্ত সভায় উপস্থাপনায় ছিলেন মাসুদ রানা, কমিউনিটি ফেসিলিটেটর, জেসমিন প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ১নং কেন্দুয়া।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment