শেরপুরে একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি আদালতে আত্মসমর্পণ



শেরপুর প্রতিনিধিঃ


শেরপুর জেলার নকলা উপজেলার সাইলামপুর গ্রামের এ.বি সিদ্দিকের ছেলে হাসিবুল হাসান শান্ত (৩০), একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি হয়েও দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অবশেষে তিনি ৩১ আগস্ট ২০২৫ তারিখে আদালতে আত্মসমর্পণ করেন।

আদালত সূত্রে জানা গেছে, শান্ত দায়রা মোকদ্দমা নং-৬৮/২০২১ মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন। এছাড়া দায়রা নং-১১২/২০২১, ১১১/২০২১, ১৫২/২০২১, ৩৬৯/২০২১ এবং ২১৮/২০২১সহ মোট ৬টি এনআই অ্যাক্ট মামলায় তার সাজা রয়েছে। অভিযোগ রয়েছে, চাকরি দেওয়ার নাম করে তিনি সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। অনেক সময় নিজের নামে ব্যাংক চেক দিলেও সেখানে অর্থের পরিমাণ লিখে রাখতেন, আবার অনেককে চেক না দিয়েই টাকা নিতেন।

এ ঘটনায় তার কর্মস্থল থেকেও তাকে বরখাস্ত করা হয়। ভুক্তভোগীরা জানান, এখনো প্রায় ৪-৫ কোটি টাকা তিনি প্রতারণার মাধ্যমে নিয়েছেন এবং অনেকেই তাদের পাওনা ফেরতের অপেক্ষায় আছেন।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment