ভাঙনের ভয়াল থাবা- পরিদর্শনে ইউএনও, দিলেন সমাধানের আশ্বাস

 


আলমাস হোসেন আওয়ালঃ


ব্রহ্মপুত্রের ভয়াল ভাঙনে দিশেহারা জামালপুরের ইসলামপুরের তীরবর্তী মানুষ। হঠাৎ তীব্র ভাঙনে কয়েক দিনের ব্যবধানে ১৫টির অধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হারিয়ে গেছে প্রায় অর্ধশতাধিক বিঘা আবাদি জমি। ঝুঁকির মুখে আছে মসজিদ, মাদ্রাসা, একমাত্র চলাচলের সড়কসহ শতাধিক পরিবারের বসতবাড়ি।

এমন পরিস্থিতিতে সোমবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ইসলামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান । ভাঙনে সবকিছু হারানো পরিবারের সঙ্গে কথা বলে তিনি প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। একই সঙ্গে ভাঙন রোধে দীর্ঘমেয়াদি সমাধানের বিষয়েও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের প্রতিশ্রুতি দেন তিনি।

স্থানীয়রা জানান, প্রতিবছর এমন ভাঙনে শত শত পরিবার গৃহহীন হয়ে পড়ে। কেবলমাত্র স্থায়ী বাঁধ নির্মাণই তাদের টেকসই রক্ষাকবচ হতে পারে। ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আক্তারুজ্জামান বলেন, “স্থায়ী বাঁধ ছাড়া এ ভাঙন রোধ করা যাবে না। আমরা দ্রুত সরকারি হস্তক্ষেপ চাই।”

এদিকে পানি উন্নয়ন বোর্ডের দেওয়ানগঞ্জ শাখার উপ-প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ শফিকুল ইসলাম জানান, ভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তিনি।

ভাঙনে জমি, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে তীরবর্তী মানুষ এখন অনিশ্চয়তায়। স্থানীয়দের আশঙ্কা, কার্যকর ব্যবস্থা না নিলে ব্রহ্মপুত্রের ভয়াল ছোবল থেকে রক্ষা পাবে না আরও বহু গ্রাম।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment