কৃষি উন্নয়নে সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন (সিভিএ) স্কোর কার্ড সেশন অনুষ্ঠিত



জামালপুর দর্পণঃ

জামালপুরে গতকাল (১৬-০৯-২০২৫) ইং রোজ মঙ্গলবার দিনব্যাপী তিতপল্লা ইউনিয়ন পরিষদ হল রুমে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের বাস্তবায়নে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের সহযোগিতায়, স্থানীয় কৃষি অফিসের উদ্যোগে সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন (সিভিএ) স্কোর কার্ড সেশন অনুষ্ঠিত হয়েছে।


এ সেশনে কেন্দুয়া,মেষ্টা এবং তিতপল্লার কৃষক, কৃষাণী, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি কর্মকর্তারা অংশগ্রহণ করেন। আলোচনায় কৃষি সেবা, সার ও বীজ বিতরণ, প্রশিক্ষণ, কৃষি প্রযুক্তি, কৃষকের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


অংশগ্রহণকারীরা বলেন, কৃষকরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। সিভিএ স্কোর কার্ডের মাধ্যমে কৃষি খাতের সেবা কেমন হচ্ছে, কোথায় ঘাটতি রয়েছে এবং ভবিষ্যতে কীভাবে তা উন্নত করা যায়-সে বিষয়ে সবার মতামত একত্রিত হলো।


উপজেলা কৃষি অফিসার এমদাদুল হক  বলেন, এ ধরনের সেশন কৃষকদের সমস্যা সমাধানে সহায়ক হবে এবং কৃষি অফিস আরও জবাবদিহিতামূলক ও সেবামুখী ভূমিকা পালন করতে পারবে ইনশাআল্লাহ। 


সভায় বক্তারা একযোগে বলেন, “কৃষি বাঁচলে দেশ বাঁচবে। সিভিএর মাধ্যমে কৃষকের কণ্ঠস্বর আরও শক্তিশালী হবে।”তাই কৃষি কর্মকর্তাদের সাথে ভালো ব্যবহার,আন্তরিকতায় ও ভালোবাসায় আমাদের সেবা সমুহ আদায় করতে সহজ হবে মনে করি।

অনুষ্ঠানে সার্বিক বিষয়ে আলোচনা করেন বিজনেস ডেভেলপমেন্ট অফিসার গৌরাঙ্গ চন্দ্র সাহা।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment